মায়ের কবিতা-৬ | জীবন 17/03/202327/12/2022 by jibonkotha জীবন বেগম কোহিনুর আক্তার খানম কি জানি কি ভাবনায়, ভেবে মরি দিবা নিশি যত আশা জাগে মনে, নিরাশ হই সর্বক্ষণে। ছন্দ দিয়ে কবিতা লিখি হৃদয় দিয়ে ভালোবাসি। পাইনা কোন আশা জাগেনা কোন ভরসা। পৃথিবীটা যেন দিন দিন সর্বনাশা কেহ পায়না কোন আশা দেয়না ভালোবাসা। Post Views: 943