ফ্রিল্যান্সারের যোগ্যতাগুলো কী কী- ২
ফ্রিল্যান্সিং একটা পেশা। এখানেও অন্যান্য চাকুরীর মত কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। জনপ্রিয় এই বিষয়টা নিয়ে সবার মনে অনেক প্রশ্ন। তেমন একটা প্রশ্ন ফ্রিল্যান্সিং করার জন্য ফ্রিল্যান্সারের যোগ্যতা কী থাকা উচিত?
ফ্রিল্যান্সিং একটা পেশা। এখানেও অন্যান্য চাকুরীর মত কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। জনপ্রিয় এই বিষয়টা নিয়ে সবার মনে অনেক প্রশ্ন। তেমন একটা প্রশ্ন ফ্রিল্যান্সিং করার জন্য ফ্রিল্যান্সারের যোগ্যতা কী থাকা উচিত?
খুব অল্প উপকরণ দিয়ে সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু আগার আগার কোকোনাট পুডিং। আমাদের দেশ নারিকেলের জন্য বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন দেশে নারিকেল দিয়ে অনেক অনেক মজাদার খাবার তৈরি করে থাকে। তার মাঝে নারিকেল পুডিং অন্যতম একটা ডেজার্ট। তিনটি উপকরণ দিয়ে একটা ভিন্নধর্মী, মজাদার এই ডেজার্ট ঘরে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন।
“সব ইচ্ছে পূরণ হলে স্বপ্ন বলে কিছু থাকত না।
স্বপ্নহীন জীবন ভাবা যায় না।
ব্যর্থতা আছে বলে সাফল্য সংগ্রাম আছে।
দুঃখ পরাজয় আছে বলে সুখের এত মূল্য।”