স্নোবল রেসিপি | মজাদার ডেজার্ট
স্নোবল নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা স্নো এর মত সাদা এবং বরফের মতো তুলতুলে হবে। সত্যি তাই। এটা দেখে মনে হবে বরফের বল।
তাহলে শুনুন মজার ঘটনা। আমি ২০০৯-২০১০ এ আমেরিকায় ছিলাম। সেখানে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা অনুষ্ঠান ছিলো ফুড । আমি সেখানে আমাদের দেশীয় দু রকমের পিঠা আর স্নোবল বানিয়েছিলাম। সেখানে ৩৫টি দেশের প্রতিনিধি ছিলো। আমার স্নোবল খেয়ে কয়েকজন আমেরিকান আমাকে জিজ্ঞেস করলো, আমি এটা কিভাবে বানিয়েছি?