আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-৫ | হোয়াইট হাউজ ভিজিট
জুলাইয়ের শেষের দিক থেকে আগষ্টের প্রথম দিকের আবহাওয়াটা খুবই ভালো ছিল। আমরা ছিলাম ওয়াশিংটন ডিসির পাশেই আরলিংটন সিটিতে। আরলিংটন সিটিটা ভার্জিনিয়া রাজ্যে পড়েছে।
জুলাইয়ের শেষের দিক থেকে আগষ্টের প্রথম দিকের আবহাওয়াটা খুবই ভালো ছিল। আমরা ছিলাম ওয়াশিংটন ডিসির পাশেই আরলিংটন সিটিতে। আরলিংটন সিটিটা ভার্জিনিয়া রাজ্যে পড়েছে।
কোন কোন দিক বিবেচনায় নিয়ে ফ্রিল্যান্সিং এ যাত্রা শুরু করবেন? গত পাঁচ পর্ব থেকে জেনে গেছেন ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সার কারা, তারা কি ধরণের কাজ করে, কোথায় করে, কিভাবে করে, কিভাবে আয় করে, এবং কিভাবে তাদের আয়ের টাকা উত্তোলন করে থাকে। সে ধারাবাহিকতায় আজ জানাব ফ্রিল্যান্সারদের কী কী সর্তকতা অবলম্বন করতে হবে এবং সেই আলোকে কিছু দরকারী পরামর্শ।