জীবন নিয়ে বাণী
তোমার জীবন একটি জাজ্বল্যমান বিরাট গ্রন্থ, যাহার অক্ষর হইতে গুপ্ত তথ্য সমূহ প্রকাশ পায়। আল হাদীস
তোমার জীবন একটি জাজ্বল্যমান বিরাট গ্রন্থ, যাহার অক্ষর হইতে গুপ্ত তথ্য সমূহ প্রকাশ পায়। আল হাদীস
ফ্রিল্যান্সাররা কে কী কাজ করছেন, কোন ধরণের কাজ করছেন, কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছেন তার উপর নির্ভর করে থাকে তাদের আয় এবং কাজের সময়।
স্নোবল নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা স্নো এর মত সাদা এবং বরফের মতো তুলতুলে হবে। সত্যি তাই। এটা দেখে মনে হবে বরফের বল।
তাহলে শুনুন মজার ঘটনা। আমি ২০০৯-২০১০ এ আমেরিকায় ছিলাম। সেখানে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা অনুষ্ঠান ছিলো ফুড । আমি সেখানে আমাদের দেশীয় দু রকমের পিঠা আর স্নোবল বানিয়েছিলাম। সেখানে ৩৫টি দেশের প্রতিনিধি ছিলো। আমার স্নোবল খেয়ে কয়েকজন আমেরিকান আমাকে জিজ্ঞেস করলো, আমি এটা কিভাবে বানিয়েছি?
বিভিন্ন ধরণের কাবাবের মধ্যে জালি কাবাব খুবই জনপ্রিয় একটা কাবাব। এটা খেতে যেমন মজা তেমনি বানাতেও ঝামেলা কম। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনি এটা বাসায় তৈরি করতে পারবেন। সাধারণত বিয়েতে বা উৎসবে জালি কাবাব বেশি পরিবেশন করা হয়ে থাকে।
কি জানি কি ভাবনায়, ভেবে মরি দিবা নিশি
যত আশা জাগে মনে, নিরাশ হই সর্বক্ষণে।
ছন্দ দিয়ে কবিতা লিখি
হৃদয় দিয়ে ভালোবাসি।
জীবনটা কতটুকু আমারতো নেই জানা
কেন অহেতুক ভেবেই সারা,
কল্পনায় যার ছবি আঁকে,
আমিতো তাকে চিনিনা।
ওগো মোর বিশ্বাসের কন্ঠমালা
শুনবে মোর গীতি রচনা!
যেদিন ভুবনে এসেছি আমি,
কেঁদেছিলাম সজোরে
হেসেছিল সবে ভাবেনি তারা
আমি যে অবলা।
তুমি ডাকো যখন শুধু তোমারি পাশে থাকতে,
এ জীবন ধন্য হয় তোমারি স্পর্শে,
পৃথিবীর যত জ্বালা হয় যেন নিবারণ
তোমারি পাশে থাকলে।