ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং কেমন?

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটা সবার চেনা একটা শব্দ। এর অর্থ , কাজ , পরিধি অনেকে জানেন কিন্তু বেশির ভাগ মানুষ এর শাব্দিক অর্থটা জানে বা শুনেছে। আর জানলেও এইটুকুই জানে “ঘরে বসে হাজার হাজার ডলার আয় করা।“ এছাড়াও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে জানার অনেক কিছু রয়েছে।