মায়ের কবিতা- ১৩ | নিয়তি

নিয়তি

স্রষ্টার সৃষ্টি দেখে তন্ময় হয়ে এই বিশাল পৃথিবী

যতটুকু দেখেছি মুগ্ধ হয়েছে হৃদয় আমার

দূর দূরান্ত হতে বদলি হয়েছে হৃদয়শ্বর আমার

আমার বাসস্থান হতে কয়েক’শ মাইল দূরে

এই বিশ্বম্ভরপুরে।