আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-৮ | প্রাকৃতিক সৌন্দর্য
আমেরিকার শরৎ-হেমন্ত কালটা খুবই সুন্দর। বিশেষ করে এই ঋতুতে (Fall season) ওয়াশিংটন ডিসি’র সৌন্দর্য সবচেয়ে বেশি। অনেকে এই সময় ডিসি তে বেড়াতে আসে শুধুমাত্র এই ঋতু উপভোগ করার জন্য।
ইংরেজী ফল (Fall) মানেতো পড়ে যাওয়া। এই সময় গাছের পাতা ঝরে পড়ে। কিন্তু ঝরে পড়ার আগে গাছ প্রকৃতিতে তার রূপ ছড়িয়ে যায়। আল্লাহ যে কত রকমের প্রকৃতি আমেরিকায় দান করেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না।
গাছের পাতা যে কত রংয়ের হতে পারে তা ডিসি’র ফল সিজনে দেখা যায়। একই গাছে ৩/৪ রংয়ের পাতা। একবার সবুজ, আবার লাল, টিয়া, হলুদ। অদ্ভুত সুন্দর লাগে গাছগুলোর দিকে তাকালে। ৩/৪ বার রং পাল্টে শেষে গাছ থেকে পাতা ঝরা শুরু হয়।