আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-৯ | নায়াগ্রা জলপ্রপাত
নায়াগ্রা জলপ্রপাত আমাকে সবসময়ই টানত। ডেভিড কপারফিল্ডের প্লেন থেকে নায়াগ্রায় পড়ে যাওয়ার দৃশ্য আমার চোখের সামনে সবসময় ভাসত। ঐ দৃশ্যটা আমার মনের মণিকোটায় এমনভাবে গেঁথে ছিল যে ডেভিডের ঝাঁপ দেওয়া দেখে আমার মনে হতো আমি সত্যি সত্যি তার নায়াগ্রা জলপ্রপাতে পড়ে যাওয়ার দৃশ্য সামনে থেকে অবলোকন করছি।