আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-১০ | লাইভ মিউজিয়াম ও থীম পার্ক
বিদেশের মাটিতে এই প্রথম রোজা উদযাপন করলাম। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। রোজার ঈদ এলো। আত্নীয় স্বজন ছাড়া এই প্রথম ঈদ (২০ সেপ্টম্বর’২০০৯)। তবুও স্বামী, বাচ্চারা আছে এটাই সান্ত্বনা। ঈদ ভালোই কাটল। আমরা একা ভেবে আমাদের কিছু পরিচিত বন্ধু-বান্ধব এলো আমাদের সঙ্গ দিতে। আবার এক বাঙ্গালী ভাইও নিমন্ত্রণ করলেন উনার বাসায়। প্রবাসে অন্যরকম ঈদ উদযাপন করলাম। সেদিন রবিবার হওয়াতে বন্ধ পেয়েছিলাম। দেশে ঈদের দিন চারপাশে একটা ঈদ ঈদ ভাব থাকে, সেই ভাবটা খুব মিস করলাম।