সন্তান নিয়ে বাণী

সন্তান নিয়ে বাণী

১। যে গর্ভ তোমাকে ধারণ করেছে, সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর।

আল কোরআন

২। পিতার প্রতি পুত্রের কর্তব্য যেরূপ, জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি কনিষ্ঠ ভ্রাতার কর্তব্যও তদনুরূপ।

আল হাদীস

৩। কন্যা হলো বিব্রতকারী ও সংকট্ময় সম্পত্তির বিশেষ।

মেল্ডার

৪। জন্মদাতা হওয়া সহজ, কিন্তু পিতা হওয়া বড় কঠিন।

প্রবোধ কুমার সান্যাল