মায়ের কবিতা- ১৯ | ছলনাময়ী
আমি দেখেছি যারে বেসেছি ভালো অবলা ভেবে
সেতো নয় সত্যি, সে যে ছলনাময়ী দুষ্ট রমনী,
সুযোগ পেলেই ছড়ায় বিষের কণা
আবার কেড়ে নিতে চায় হৃদয়ের মধ্যখানা।
আমি যাহা বুঝিনা জানিনা
তাহার নয় কিছু অজানা।
আমি দেখেছি যারে বেসেছি ভালো অবলা ভেবে
সেতো নয় সত্যি, সে যে ছলনাময়ী দুষ্ট রমনী,
সুযোগ পেলেই ছড়ায় বিষের কণা
আবার কেড়ে নিতে চায় হৃদয়ের মধ্যখানা।
আমি যাহা বুঝিনা জানিনা
তাহার নয় কিছু অজানা।