সর্বকালের বাণী

সর্বকালের বাণী

১। অতি বড় ঘরনী না পায় ঘর ,

অতি বড় সুন্দরী না পায় বর।

২। অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে সরে,

সজ্ঞানে করে পাপ, সঙ্গে সঙ্গে ফেরে।

৩। অকালে খেয়েছ কচু

মনে রেখ কিছু কিছু।