মায়ের কবিতা- ২০ । লজ্জা
আজও মনে পড়ে
লালটুকটুক শাড়ী পরে
হাতে মীহেদি লালে লাল করে
সোনার গহনা গায়ে
বসেছিলেম ছোট্ট মেয়েটি
নববধূর বেশে।
আজও মনে পড়ে
লালটুকটুক শাড়ী পরে
হাতে মীহেদি লালে লাল করে
সোনার গহনা গায়ে
বসেছিলেম ছোট্ট মেয়েটি
নববধূর বেশে।