আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-১২ | ডিজনি ওয়ার্ল্ড

ডিজনি ওয়ার্ল্ড

আমেরিকায় বেড়ানো জায়গাগুলোর তালিকার শীর্ষে রয়েছে ডিজনি ওয়ার্ল্ড। বাচ্চাদের আমেরিকাতে যে কয়েকটি জায়গা দেখার শখ ছিল তার মধ্যে প্রথম চাওয়া ছিল ডিজনি ওয়ার্ল্ড (Disney World)। ডিজনি ওয়ার্ল্ড বেড়ানোর জন্য কমপক্ষে ৩-৪ দিন সময় দেওয়া প্রয়োজন এবং একটু ব্যয়বহুল হওয়ায় অনেকের ইচ্ছে থাকলেও সাধ ও সাধ্যের সম্বন্বয় ঘটাতে পারেনা।