আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ -১৩ | Epcot

epcot

চারপাশের গাছগুলো মনে হচ্ছিল আগুনে পুড়ে যাওয়া গাছ। কালো রঙয়ের পাতাবিহীন গাছগুলো দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় শিশুর পেন্সিলে আঁকা গাছ। ভার্জিনিয়া পার হয়ে মেরিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, আটলান্টা হয়ে ফ্লোরিডার দিকে যেতে যেতে কালো গাছগুলো ধীরে ধীরে সবুজ ও পাতাযুক্ত হতে থাকে। ফ্লোরিডায় যখন পৌঁছি তখন একেবারে সবুজে ঘেরা ফ্লোরিডা। সত্যি কত রূপে এক আমেরিকা!