আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ – ১৪ | Magic Kingdom

Magic Kingdom

কোম্পানীর পক্ষ থেকে খুব সুন্দরভাবে আমাদের অভ্যর্থনা জানালো। সাথে মজার ব্রেকফাস্টও করালো। অনেক সুন্দর পরিবেশ। প্রচুর লোক দেখতে পেলাম। এক দম্পতি ছিলো যাদের ৫০তম বিবাহ বার্ষিকী ছিলো। তাদের জন্যও স্পেশাল আয়োজন করলো।

এবার এলো আসল কথায়! ওদের কিছু হোটেল বিক্রি করছে ওগুলো নিয়ে দেখাল। কেনার জন্য অনেক রকমের খাতির আপ্যায়ন করল। শেষে যখন বুঝালাম আমরা এখানকার স্থানীয় না এবং আমরা এটা কিনতে পারব না, তখনই ওদের মুখটা কালো হয়ে গেল এবং মুহুর্তেই আতিথেয়তায় ভাটা পড়ে গেল।