কিমা পরোটা । জনপ্রিয় নাস্তার রেসিপি
অনেক ধরণের পরোটা মাঝে কিমা পরোটা খেতে সুস্বাদু এবং পুষ্টিকর। এই পরোটা তৈরি করতে একটু বেশি উপকরণ এবং সময় লাগে। মাঝে মাঝে একটু বেশি সময় আমরা রান্নাতে দিয়ে থাকি। তাই সময় কোন ব্যাপার না। যেদিন পরিবারের জন্য স্পেশাল কিছু বানাবেন বলে ঠিক করেছেন সেদিন এই কিমা পরোটা বানিয়ে ফেলতে পারেন।