মায়ের কবিতা- ২৬ । সাধনা
নিত্য দিনে শত ব্যথার মাঝে হাজার কথার পাশে,
তুমি বেঁচে থাকো মোর প্রিয়।
তুমি আছ বলেই শক্তি আসে আমার মাঝে
তুমি আছ বলিতো পৃথিবী আমার কাছে আলোময়,
তুমি আছ বলেইতো আমি যেন ফুটন্ত গোলাপ।
নিত্য দিনে শত ব্যথার মাঝে হাজার কথার পাশে,
তুমি বেঁচে থাকো মোর প্রিয়।
তুমি আছ বলেই শক্তি আসে আমার মাঝে
তুমি আছ বলিতো পৃথিবী আমার কাছে আলোময়,
তুমি আছ বলেইতো আমি যেন ফুটন্ত গোলাপ।