মায়ের কবিতা- ২৮ | ব্যথা
ব্যথা বেদনার স্মৃতিগুলি ভেসে উঠে মনে
কত যে আঘাত পেয়েছি জীবনে।
নিরব হৃদয়খানা বিশ্বাস করেছিল জনমের তরে
ভুলে বুঝি করে মানুষ এমনি করে
হিমালয়ের হিমেল হাওয়া ছিল হৃদয়ে আমার
বসন্তের কোকিলের কুহু কুহু গান ছিল
কণ্ঠে আমার।
ব্যথা বেদনার স্মৃতিগুলি ভেসে উঠে মনে
কত যে আঘাত পেয়েছি জীবনে।
নিরব হৃদয়খানা বিশ্বাস করেছিল জনমের তরে
ভুলে বুঝি করে মানুষ এমনি করে
হিমালয়ের হিমেল হাওয়া ছিল হৃদয়ে আমার
বসন্তের কোকিলের কুহু কুহু গান ছিল
কণ্ঠে আমার।