মায়ের কবিতা- ৩১ । গগণ

গগণ

আমি কখনও গগণ চুম্বি আশা করিনি,
আমি আমার বাগানের পরিচর্চায় মগ্ন থাকি,
স্মৃতির মনিহারে গাঁথা অনেক ব্যথা আছে জমা
লাল গোলাপের পাঁপড়ি ছিড়ে ঘ্রান দেখি।