নোয়াখালীর আঞ্চলিক ভাষার উক্তি । নোয়াখালীর বাণী
আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে একদেশের গালি আরেকদেশের বুলি। নোয়াখালীতে আঞ্চলিক ভাষায় অনেক উক্তি আছে যেগুলোকে ছোলক বা বুলি বলে। প্রবীনরা প্রায়ই কথা কথায় এই ছোলকগুলো বলে থাকেন। তার কিছু কিছু আঞ্চলিক ভাষার উক্তি আপনাদের সাথে শেয়ার করলাম।