মায়ের কবিতা- ৩৯ । নিশি
নিশিতে শয্যায় মগ্ন হয়ে শুয়ে আছি
মৃদু মৃদু পায়ের আওয়াজ লাগছে কানে।
দৃষ্টিতে যেন মানবের ছায়া পড়ছে
কে, কে, কে তুমি?
নিশিতে শয্যায় মগ্ন হয়ে শুয়ে আছি
মৃদু মৃদু পায়ের আওয়াজ লাগছে কানে।
দৃষ্টিতে যেন মানবের ছায়া পড়ছে
কে, কে, কে তুমি?
১। অনাবৃষ্টে রাজ্য মজে, পাপে মজে ধর্ম।
কোটালে গৃহস্থ মজে, আলস্যে মজে কর্ম।
২। অতি বড় ঘরণী না পায় ঘর,
অতি বড় সুন্দরী না পায় বর।