মায়ের কবিতা- ৪৭ । নির্জনতা

নির্জনতা

আমার কখনও মনে হয় আমি বড় একা
নীরব নির্জনতায় কেটে যায় সময়টা।
সকালে ঘুম থেকে উঠে মনে হয়
ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে
সবুজ বাংলার এই শহরটা।