মায়ের কবিতা- ৪৭ । নির্জনতা
আমার কখনও মনে হয় আমি বড় একা
নীরব নির্জনতায় কেটে যায় সময়টা।
সকালে ঘুম থেকে উঠে মনে হয়
ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে
সবুজ বাংলার এই শহরটা।
আমার কখনও মনে হয় আমি বড় একা
নীরব নির্জনতায় কেটে যায় সময়টা।
সকালে ঘুম থেকে উঠে মনে হয়
ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে
সবুজ বাংলার এই শহরটা।