আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ ২৮ । ব্যাগেজ বিড়ম্বনা
আমাদের সাড়ে এগারো মাসের সফর প্রায় শেষ হয়ে এলো। দেশে ফেরার প্রস্তুতি নেওয়া শুরু করলাম। জাতিগতভাবে আমাদের আবেগ একটু বেশি। কোথাও বেড়াতে গেলে বিশেষ করে বিদেশে গেলে আত্নীয় স্বজনের জন্য সামান্য কিছু হলেও উপহার সামগ্রী আনার চেষ্টা করি। আমেরিকার লাগেজ নিয়ম অনুযায়ী আমরা সাধারণভাবে ৫০ পাউন্ড করে ৪ জন মোট ৮ টা ব্যাগ পাবো। কিন্তু মিলিটারীদের জন্য প্রতি ব্যাগের ওজন ৭০ পাউন্ড করে এবং জনপ্রতি ১ টা করে অতিরিক্ত ব্যাগ বরাদ্ধ অর্থাৎ আমাদের ৪ জনের ১২টা ব্যাগ যার প্রতিটির ওজন ৭০ পাউন্ড করে পাওয়ার কথা। আমরা সেই সুবিধা পাবো কিনা তা জানার জন্য আমাদের লিজিং কোম্পানী ওদের হেড অফিসের সাথে যোগাযোগ করে নিশ্চিত করল যে মাদের জন্য মিলিটারী ব্যাগেজ নিয়ম প্রযোজ্য হবে। আমরা মহা ফূর্তিতে কেনাকাটা করে ৫০ পাউন্ডের ব্যাগকে ৭০ পাউন্ড করা শুরু করলাম।