এলোমেলো সবকিছু
মাঝে মাঝে এমন হয়
এলোমেলো লাগে সবকিছু,
মন লাগে না কিছুতেত
মিথ্যে মনে হয় সব কিছু।
ফেলে যেতে মন চায়
উড়ে যেতে ইচ্ছে হয়,
তবুও থেকে যেতে হয়
কঠিনের মাঝ দিয়ে
পার করে দিতে হয় সময়।
মাঝে মাঝে এমন হয়
এলোমেলো লাগে সবকিছু,
মন লাগে না কিছুতেত
মিথ্যে মনে হয় সব কিছু।
ফেলে যেতে মন চায়
উড়ে যেতে ইচ্ছে হয়,
তবুও থেকে যেতে হয়
কঠিনের মাঝ দিয়ে
পার করে দিতে হয় সময়।