কাজ নিয়ে বাণী । কাজ নিয়ে বিখ্যাত উক্তি সমূহ

কাজ নিয়ে বাণী

তাহারাই সৎ কর্মী, যাহারা স্বীয় ক্রোধকে দমন করতে পারে এবং অপরকে ক্ষমা করতে পারে, যখন ক্ষমা করা বিধেয়।
আল কোরআন

তিনটি জিনিস মৃত ব্যক্তির কাছে পাওয়া যায়, তাহার আত্নীয়-স্বজন, ধন দৌলত ও কর্ম। উহাদের দুইটি অর্থাৎ আত্নীয়-স্বজন ও ধন দৌলত ফিরিয়া আসে এবং একটি অর্থাৎ শুধু কর্মই সঙ্গে সঙ্গে থাকে।
আল হাদীস