ভুতু কাহানী- পর্ব ৫ । দয়াল বাবা ভুতু
ভুতুকে নিউটার করানো আমার বাসার নিচের তলায় তিনটা বিড়াল। আমার প্রতিবেশির ছোট ছেলেটা প্রায় এসে ভুতুকে নিয়ে যায়। আমি বাসা পাল্টানোর ঝামেলায় ভুতুকে গোসল করাতে পারছিলাম না। ঐ বাসার ভাবি তাকে গোসলও করিয়ে দিতো। ভুতু ওই বাসায় যেয়ে অন্য বিড়ালের সাথে খেলতোনা। চুপচাপ বসে থাকতো। একদিন ভাবী ফোন করে জানালো ভাবী আমার একটা বিড়ালের হিট … Read more