মায়ের কবিতা- ৫১ । প্রলাপ
প্রলাপ বেগম কোহিনূর আক্তার খানম গোপনে মন কেঁদে মরে কে যেন বার বার ডেকে বলে স্বপ্ন তোমার ভেঙ্গে দিওনা। আলোর মাঝে ছায়া ফেলোনা চাঁদ তারা থাকেতো আকাশে যত কালো মেঘ ঢেকে রাখে তবুও চাঁদ তারা হাসে। তোমাকে ভালোবেসেছি বলে সে স্মৃতি নিয়ে আজও আছি বেঁচে। পৃথিবী থাকবে যতদিন ভালবাসা মুছে যাবেনা কোনদিন। স্মৃতি কখনও কাঁদায় … Read more