তুমি আমার
তামান্না মহুয়া ক্যাম্প ফায়ারের আলোয় দেখেছি তোমায় নির্ঘুম শত রাত ,চোখের সম্মতিতে জানিয়েছি“তুমি আমার”। খুলে রাখা ওভাল কোর্টের ঘ্রানেযতবার তোমাকে পেয়েছি ,মনে পড়েছিল , কতটাএকান্ত ছিলেম ,নীল জল , নীল আকাশ সাক্ষীউন্মাদনা, প্রেম , নয়তো একরাশ নিরবতার ! বো লেইক জেনেছে,জেনেছে আকাশ চুম্বনরত মাউন্টেইন ,আমরা বেসেছি ভালো কোন এক কালে ,নক্ষএের রাতে ,বসন্তের দুপুরে।