লোকমান হাকীমের উপদেশ বা বাণী
লোকমান হাকীম (আঃ) নবী ছিলেন না। উনার জ্ঞান ও প্রজ্ঞার জন্য সমাদৃত ছিলেন। আল্লাহ তায়লা উনাকে নবী না করেও অনেক সম্মানিত করেছেন। কোরআনে সুরা লোকমান নামে একটা সুরাও রয়েছে। লোকমান হাকীম তাঁর ছেলেকে অনেক উপদেশ দিয়েছিলেন যার মধ্যে ৯টি উপদেশ সুরা লোকমানের (১৩-১৯ আয়াত) রয়েছে।