মায়ের কবিতা- ১৬ | বিদায়
বিদায়
আমি যখন একলা থাকি আমার ঘরের মাঝে
আর ভাবি মনে মনে একদিন সবকিছু ফেলে,
যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে
জীবনে কত সংগ্রাম করে, কত বাঁধা বিঘ্ন ঠেলে
সাজাইয়াছি ঘরখানি।
বিদায়
আমি যখন একলা থাকি আমার ঘরের মাঝে
আর ভাবি মনে মনে একদিন সবকিছু ফেলে,
যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে
জীবনে কত সংগ্রাম করে, কত বাঁধা বিঘ্ন ঠেলে
সাজাইয়াছি ঘরখানি।
আমি লিখতে চাইনি এই কবিতা।
মনের অজান্তে এলো দুটি কথা,
পৃথিবীতে থাকবে ভালোবাসা, স্নেহ-মমতা
বিনিময়ে আছে শুধু অবিচার, লাঞ্চনা, প্রতারণা,
জীবনের দাম তাই দুঃখ বেদনা।
আমি যখন এই প্রান্ত শালায় চেয়ে থাকি আনমনে
সারা আকাশ জুড়ে মেঘে মেঘে খেলা করে আপন মনে
চারিদিকে দৃশ্যলিলা সব যেন অবহেলা
এ বিশ্বম্ভরপুর এলাকা।
স্রষ্টার সৃষ্টি দেখে তন্ময় হয়ে এই বিশাল পৃথিবী
যতটুকু দেখেছি মুগ্ধ হয়েছে হৃদয় আমার
দূর দূরান্ত হতে বদলি হয়েছে হৃদয়শ্বর আমার
আমার বাসস্থান হতে কয়েক’শ মাইল দূরে
এই বিশ্বম্ভরপুরে।
দেশটা কেন আমন হলো বলতে পারিস খোকা?
বেকার জীবন ধারণ করে তোরা সবাই যেন বোকা।
বিশ্ব জুড়ে চলছে যখন প্রতিযোগিতা করে
তোরা কেন বসে আছিস বাংলার ঘরে ঘরে?
জীবন যুদ্ধে নামতে হবে এই প্রতিজ্ঞা কর।
আমি চাইনি এমন প্রাসাদ
চাইনি আমি এমন আলোয়
আমি চাইনি এমন রাজত্ব
চেয়েছিলাম একটি নিবিড় কুটির
সেই কুটিরের, আমি মুকুটহীন সম্রাজ্ঞী।
যখন উপাসনা শেষ হবে , তোমরা জমিনে ছরিয়ে পড়বে এবং আল্লাহর দান অনুসন্ধানে ব্যাপৃত থাকবে।
আল কোরআন
কষ্টার্জিত স্বল্প ধন হইতে যাহা দেওয়া তাহা সর্বশ্রেষ্ঠ দান।
আল হাদীস
ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্স ডিজাইনারের রয়েছে প্রচুর সম্ভাবনা। ডিজাইন ক্যাটাগরির মধ্যেই অনেক সাব ক্যাটাগরির কাজ রয়েছে। এখানে কখনো কাজের অভাব হয় না। প্রচুর সাব ক্যাটাগরি থাকায় কাজের সুযোগ অগণিত। নিজেকে যেকোন একটা বিষয়ে দক্ষ করে তুলতে পারলে আপনার জন্য রয়েছে এখানে অফুরন্ত সুযোগ। আপনি চাইলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ডিজাইনকে বেছে নিতে পারেন।
আমি দেখেছি সেই নবীন যুবকটিকে
মুখ ভরা হাসি তার প্রাণ খোলামেলা।
দিতে চায় সে দূর করে সকলের ব্যথা-বেদনা
১। মন্দ কাজ হতে আত্নরক্ষার জন্য পরিচ্ছন্ন মনের প্রয়োজন। মন পরিচ্ছন্ন থাকলে দেহও পরিচ্ছন্ন থাকে।
ইমাম গাজ্জালী (রঃ)
২। মানুষের মন আকাশের চেয়ে বড়, সমুদ্রের চেয়ে গভীর হতে পারে।
টমাস চ্যাম্পিয়ন