প্লেইন কেক বা বাটার কেক
কেক খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। বিভিন্ন ধরণের কেকের প্রস্তুত প্রণালীও ভিন্ন। সাধারণ কেকের মধ্যে প্লেইন কেক বা বাটার পাউন্ড কেক হল অন্যতম। এটি খুব অল্প উপকরণ এবং সহজেই তৈরি করা যায়। এই কেকটি তৈরি করার জন্য একটি বৈদ্যুতিক ওভেন প্রয়োজন, তবে বার্নার বা রাইস কুকার বা প্রেসার কুকার ব্যবহার করেও এই কেক তৈরি করতে পারেন।