প্রযুক্তির অভাবনীয় উন্নতি | বিবর্তন কাল
আমাদের যাদের জন্ম ৭০ দশকে বিশেষ করে মুক্তিযুদ্ধের পর তারা অনেক ভাগ্যবান। তারা প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও অনেক অনেক বিবর্তনের সাক্ষী। আমরা ভাগ্যবান কারণ যুদ্ধের ভয়াবহতা আমরা দেখতে পাইনি। যুদ্ধের কঠিন সময়গুলো পার করে স্বাধীন দেশের নাগরিক হিসেবে জন্মলাভ করেছি। আমরা জন্মেই জেনেছি আমরা বাংলাদেশী। আমরা পূর্ব পাকিস্তানী থেকে বাংলাদেশী হইনি। আমরা সরাসরি বাংলাদেশী হিসেবে নিজের পরিচয় নিয়ে এসেছি। সেজন্য গর্বিত।