উপদেশ নিয়ে বাণী । বিখ্যাত কিছু কালজয়ী উপদেশ
(ক) অতি ভোজী কখনই এবাদতে শান্তি পাবে না।
(খ) যে অত্যাধিক নিদ্রা যায় তার আয়ু কমে যায়।
(গ) যে ব্যক্তি কেবল মানুষের মন যোগায় সে ব্যক্তি আল্লাহর মন জোগাতে সমর্থ হবে না।
(ঘ) যে অধিক কথা বলবে তার থেকে মিথ্যা ও পরনিন্দা নিশ্চয়ই বের হবে।
হযরত ইব্রাহীম (আঃ)