বাঁধাকপির মাঞ্চুরিয়ান । বিশেষ ধরণের নাস্তার রেসিপি
এই সময় বাঁধাকপি বাজারের প্রচুর যোগান রয়েছে। গরমের বাঁধাকপি তেমন স্বাদ পাওয়া যায় না। সহজলভ্য এবং দামে সস্তা এই বাঁধাকপি কিভাবে বিভিন্ন উপায়ে খাওয়া যায় সেই চেষ্টা থেকে বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করা। ভিন্ন স্বাদের বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করা সহজ এবং খেতেও অসাধারণ। আপনি এটা ইফতার আইটেম হিসেবে পরিবেশন করে ইফতার টেবিলে নতুনত্ব যোগ করতে পারেন।