নারী
প্রতিটি মেয়েরই সন্তান, সংসার, সমাজ সবার প্রতি দায়িত্ব পালন করতে করতে কখন যেন মনে হয়,অনেকটা সময় গড়িয়েছে। এখন একটু নিজেকে সময় দেওয়া দরকার। তখন ইচ্ছে থাকলেও বার্ধক্য উপনীত হওয়ায় শক্তি থাকে না। সময় বদলেছে, মেয়েদের উচিত সব সময় একটু করে নিজেকে সময় দেওয়ার। কেমন করে সময় দেওয়া :