আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-১১ | ব্ল্যাক ফ্রাইডে
এখন ইন্টারনেটের কল্যাণে ব্ল্যাক ফ্রাইডের বিষয়টা অনেকেই জানে। আমি ভালো করে জানতে পারি আমেরিকায় যাওয়ার পর। ইউএসএতে যাওয়ার পর থেকেই সবাই বলত বড় ধরণের কোন কেনাকাটা থাকলে তা যেন ব্ল্যাক ফ্রাইডে (Black Friday) এর সময় কিনি। বিশেষ করে ল্যাপটপ, টিভি এই ধরণের বড় জিনিসের উপর খুব ভালো সেল থাকে। এটা নাকি ইউএস এর সব চাইতে বড় সেল।