বিদায় হজ্জের ভাষণ । ঐতিহাসিক ভাষণ
আল্লাহ তায়লা রাসুল (সাঃ) কে হজ্জের ৮৩ দিন পর উনার কাছে ঢেকে নিয়ে যান। দশম হিজরীর এই হজ্জই আমাদের প্রিয় নবীর প্রথম ও শেষ হজ্জ ছিলো। উনার সেই ভাষণ বিদায় হজ্জের ভাষণ হিসেবে গণ্য। এই ভাষণে রাসুল (সাঃ) উনার উম্মতদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে গেছেন। যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য স্থায়ী দিক নির্দেশক। ১৪৩৪ বছর আগের ভাষণ এখনো উম্মতি মুহাম্মদের কাছে অতি গুরুত্বপূর্ণ। উনার ভাষণ প্রদানকালে সেই মুহূর্তে সুরা মায়েদার একটি আয়াত নাজিল হয়।