জীবন থেকে নেওয়া । নিজের জন্য বাঁচতে শিখি
জীবনে একমাত্র একান্ত আপন হতে পারে ‘মা’। মায়ের দশ বারোটা সন্তান থাকলেও প্রত্যেকের জন্য তার সময় থাকে। কোন সন্তান যদি তার মায়ের কাছে সুখ দুঃখের কথা বলতে চায়, মা তা মন দিয়ে, সময় দিয়ে শুনে। আবার তার জন্য দোয়া করতে থাকে। সন্তানের জন্য মায়ের সময় অফুরন্ত। সংসারে আর কেউ কিন্তু আপনাকে এত অফুরন্ত সময় দিবে না।